1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

পরম প্রিয় দাদি –মোঃ রুহুল আমিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

পরম প্রিয় দাদির ছিল
আদর মাখা মুখ,
দেখলে দাদির সোনা মুখটা
পেতাম মনে সুখ।

দাদির সাথে খুব আদরে
ছোট বেলা কাটে,
দাদির হাতটা ধরে যেতাম
ফসল ভরা মাঠে।

গাঁয়ের বাড়ি ঘুরে বেড়াই
দাদির কোলে চড়ে,
হাতটা ছাড়া হাঁটতে গিয়ে
যেতাম তবে পড়ে।

দাদি আমায় চোখে চোখে
রাখতো সারাক্ষণ,
দাদির সাথে খেলায় মেতে
খুশি থাকতো মন।

দাদির কোলে পিঠে চড়ে
সবখানেতে ঘুরি,
দাদির আদর ভালোবাসার
ছিল নাকো জুড়ি।

দাদির থেকে থাকলে দূরে
নিত্য নিতো খোঁজ,
বলতো দাদি কথা বলবে
আমার সাথে রোজ।

আমায় ছেড়ে অচিনপুরে
পাড়ি জমায় দাদি,
দাদির স্মৃতি মনে পড়লে
একলা বসে কাঁদি।

দাদির সাথে অনেক স্মৃতি
আছে জীবন জুড়ে,
মনের কোণে উঠছে ভেসে
যাচ্ছে হৃদয় পুড়ে।

চোখে মুখে দাদির স্মৃতি
ক্যামনে আজি ভুলি,
দাদির জন্য জায়নামাজে
হাত দুটো যে তুলি।

হে দয়াময় পরওয়ারদিগার
দাদি থাকুক ভালো,
কবর ঘরটা —ঝলমলিয়ে
রেখো নূরের আলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট