1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

নেয়ামতপুর গ্রামে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, আতঙ্কে প্রবাসী পরিবার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানাধীন হাসনাবাদ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে মাদক সেবন,চুরি,ডাকাতি ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এসব ঘটনার কারণে বিশেষ করে প্রবাসী পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নেয়ামতপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের দুই পুত্র—সুজন,ইউসুফ এবং পাশের রামদেবপুর গ্রামের আবু তাহের খন্দকারের ছেলে নাঈম ইসলাম এসব অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের একটি নিয়মিত আস্তানা রয়েছে মনিপুর আনন্দ মার্কেটের পূর্ব কোণায়। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী কিছু অসাধু ব্যক্তির ছত্রচ্ছায়ায় তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যেতে উৎসাহ পাচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের কারণে গ্রামের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও কিশোরীরা চরম উদ্বেগ ও ভয়ের মধ্যে বসবাস করছে।
এ অবস্থায় এলাকাবাসী ও সচেতন মহল সমাজের সর্বস্তরের মানুষকে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট