1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

স্বাধীনতা -এম,আর,পাটোয়ারী

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
স্বাধীন মানে জান কি তোমরা কেউ?
বলতে নেই কোন মানা,
বাঙ্গালির উপর আক্রন করে রাতে
ঐসব পশ্চিমা হায়েনা।
স্বাধীনতা মানে ছাব্বিশে মার্চ অতর্কিত
আক্রমণ করে ঢাকায়,
সফলহতে দেয়নি জিয়া গর্জেউঠেছিল
রণ হুঙ্কারে চট্রলায়।
স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বীরত্বের
কালুর ঘাট বেতারে,
স্বাধীনতা যুদ্ধের আহ্বানও করেছেন
সকল বাঙ্গালির তরে।
স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে
বঙ্গে ধীর্ঘ নয় মাস,
ষোলই ডিসেম্বরে আসে মোদের নিজয়
স্বাধীন হয় বাংলাদেশ।
স্বাধীনতা মানে মুক্তিসেনার সত্যিকারে
হাসি মুখে জীবন দান,
বুকের রক্ত ঢেলে দিয়ে মাতৃ ভূমির জন্য
রক্ষা করেছে সম্মান।
স্বাধীনতা মানে লক্ষ প্রাণের বিনিময়ে
নতুন একটি পতাকা,
স্বিশ্বের ইতিহাসে নতুন একটি দেশ ও
জাতির নাম লিখা।
স্বাধীনতা মানে বিশ্বে বীরবীরত্বে লড়াকু
নতু একটি জাতি,
স্বধীনতা মানে লক্ষ প্রণের বিনিময়ে হবে
উল্লাসিত অগ্রগতি।
স্বাধীনতা মানে নয়মাস যুদ্ধের পরে মুখে
বিজয়ের রক্তমাখা হাসি,
স্বাধীনতা মানে আমার প্রাণের বাংলাদেশ
আমি তোমায় ভালবাসি।
স্বাধীনতা মানে বিরঙ্গনা মা বোনের
ইজ্জতের দামে কিনা দেশ,
স্বাধীনতা মানে শকুন রাজার পরাজয়
হায়েনাদের রাজত্ব শেষ।
স্বাধীনতা মানে বুঝে নিয়েছি মোরা
দেশের সঠিক সিমানা,
স্বাধীনতা মানে লক্ষ প্রাণের বিনিময়ে
বিজয় তারিখ অজানা।
স্বাধীনতা মানে বুঝে নিতে চাই পুরো
বাংলা বাসির দেশ,
স্বাধীনতা মানে নয় কারো দাসত্ব আর
দাসত্বের সময় শেষ।
স্বাধীনতা মানে ভাসানির স্বপ্ন অধিকার
আদায়ের জ্বালাময়ী ভাষণ,
স্বধীবতা মানে কথা বলার অধিকার
কেউ করবেনা শোষণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট