
শীতকাল আসে অসহায়ের
কষ্টের কারণ হয়ে,
হাড় কাঁপানো শীতের সময়
কেমনে যাবে সয়ে?
প্রচণ্ড কুয়াশায় ঢাকা
আমার প্রিয় দেশ,
বস্ত্রহীনা পথশিশুদের
কষ্টের নেইতো শেষ।
গৃহহীনা এতিম অনাথ
দেখার কেহ নাই,
কনকনে ঐ ঠাণ্ডা শীতে
ফুটপাতে হয় ঠাঁই।
পথশিশুদের আপন ভেবে
কাছে টেনে নেবো,
শীতবস্ত্র আর অন্নদানে
হাত বাড়িয়ে দেবো।