মানিকদি ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত
ডেক্স রিপোর্ট : আব্দুস সাত্তার সুমন:
প্রকাশিত:
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
৪৩
বার পড়া হয়েছে
ডেক্স রিপোর্ট : আব্দুস সাত্তার সুমন:
পহেলা জানুয়ারি ২০২৬ ইং তারিখে মানিকদি ইসলামিয়া আলিম মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে শুরু করে দাখিল নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উৎসব নতুন বছরের প্রথম দিনে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ।
সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ এইচ এম গোলাম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন ও সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান, মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুস সাত্তার সুমনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা। বক্তারা তাঁদের বক্তব্যে বই পড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। বই বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ বই উৎসব শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।