মুছল্লিদের পক্ষ হতে উন্নতমানের গিফট, নগদ সম্মাননা ও কাঁচাফুলের মালা পরিয়ে বিদায় সম্বর্ধণা দেয়া হয়। মসজিদের ইমামকে জাওড়াবাসীর এমন নজির বিহীন সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজনে খতিব মাওলানা আবুল খায়ের সত্যিই মুগ্ধ এবং বিমোহিত।
জাওড়া বাসীর আজকের এই সুন্দর আয়োজন অন্য দেরকেও আলেম- ওলামাদের সম্মানে উৎসাহ যোগাবে।