প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৪:৩৫ এ.এম
বর্ণাঢ্য আয়োজনে মসজিদের খতিবকে বিদায় দিলেন কুমিল্লার মনোহরগন্জের জাওড়াবাসী!
স্টাফ রিপোর্টার: কুমিল্লার মনোহরগন্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওড়া দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব ছিলেন মাওলানা আবুল খায়ের। দীর্ঘ ৫৩ বছর ইমামতির পর অবশেষে অবসর নিতে গিয়ে সিক্ত হলেন মুছল্লীদের ভালোবাসায়। বর্ণাঢ্য আয়োজনে আজ (২৯অক্টোবর) তাঁকে বিদায় দেয়া হয়েছে।
মুছল্লিদের পক্ষ হতে উন্নতমানের গিফট, নগদ সম্মাননা ও কাঁচাফুলের মালা পরিয়ে বিদায় সম্বর্ধণা দেয়া হয়। মসজিদের ইমামকে জাওড়াবাসীর এমন নজির বিহীন সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজনে খতিব মাওলানা আবুল খায়ের সত্যিই মুগ্ধ এবং বিমোহিত।
জাওড়া বাসীর আজকের এই সুন্দর আয়োজন অন্য দেরকেও আলেম- ওলামাদের সম্মানে উৎসাহ যোগাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত