1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

বাবা, আমাকে কাঁধে তুলে নাও — এবিএম সোহেল রশিদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
দিগন্তের ওপারে দিকশূন্য সূর্য
সবুজের বুকে স্নেহভেজা রৌদ্র
হাবুডুবু খাওয়া তৃষ্ণার্ত নদীর স্বপ্ন
আর অখণ্ড দিন ফুরাবার আগেই
আমি একবার, চাই দেখবার
বাবা, আমাকে কাঁধে তুলে নাও
ঘাতকের হিংস্র চোখ, কত রক্ত চায়?
পিস্তলের তীক্ষ্ণ ছোবলে কত প্রাণ হারায়
সার্জিক্যাল ছুরিগুলো, মেধাবী মগজ কেন ভয় পায়
আমি একবার, চাই দেখবার
বাবা, আমাকে কাঁধে তুলে নাও
তুমি, দুপুরের ধুলোমাখা পথে পড়ছিলে ঢলে
তখন কি খুঁজছিলে আমায়, ঐ ঘোলাটে চোখে
আমার ছোট ছোট আঙুল বড্ড বেশি ক্ষুধার্ত
তোমাকে আবার ছুঁতে যদি পারতো
তোমার হিমশীতল আইসিও আর মাটির ঘর
আমি একবার, চাই দেখবার
বাবা, আমাকে, কাঁধে তুলে নাও
তোমার কাঁধে আমি, জনতার কাঁধে তুমি
শোকের মিছিল ছুঁয়ে যায় এই মাতৃভূমি
সেই মিছিলে থেকেও নিশ্চুপ কেনো তুমি
এ কেমন ইনসাফ, এ কেমন ইনকিলাব!
আমি কবে বড়ো হবো, ছোঁব স্বাধীন মঞ্চ
আমার ভেতর বড়ো হচ্ছে তোমার স্বভাব
আমি কাকে ডাকব ‘বাবা’
কার কোলে ওঠে ছোঁব লালসবুজ পতাকা
কার হাত ধরে দেখব তোমার আঁকা বাংলাদেশ
যাবার আগে যাও বলে
বাবা, আমায় আদর দাও, কাঁধে তুলে নাও
তোমার কাঁধে চড়েই বলতে চাই
ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট