আর তুমি সূর্যের মতো।
তুমি সকালে পূর্বে উঠলে,
আমি পূর্বে চেয়ে থাকি,
তুমি দুপুরে আকাশে আমার
মাথার উপরে থাকলে
আমি মাথা উপর করে দেখি।
তুমি পশ্চিমে গেলে
আমি পশ্চিমে দেখি।
সারাদিন আমি তোমাকে দেখি।
আমি ক্লান্ত হই। ঘাড়ে ব্যথা পাই।
কিন্তু তোমাকে দেখার স্বাদ মিটেনা।
আমাকে সারাদিন পুড়াও।
যদিও বিকেলে স্নিগ্ধতা দাও
কিন্তু কিছু পরেই হারিয়ে যাও।
সারাদিন আমি
তোমার দিকে মুখ করে রাখি
তাই আমার নাম সূর্যমুখী।
আর রাতে মুখ নিচু করে রাখি।
আমি সারারাত কাঁদি
তোমাকে দেখিনা বলে।
তাই আশায় থাকি কখন সকাল হবে!