মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন হাটিরপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামানের ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ হামিদুর রহমান সোহাগ। গত ৭ আগস্ট ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৬৪৭১ স্মারকে হামিদুর রহমানকে সভাপতি হিসেবে অনুমোদন দেয়া হয়। এছাড়া বিদ্যুতসাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয় দিশাবন্দ গ্রামের আবদুল হাইকে। জানা যায় হামিদুর রহমান শিক্ষাখাত এগিয়ে নিতে নিজের জায়গায় মনোহরগঞ্জ মডেল একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যা ইতোমধ্যে উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসায় সুষ্ঠু পরিবেশে শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ছাড়াও সামাজিক সংগঠন, গরিব অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন হামিদুর রহমান সোহাগ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অর্জন করেন। মাদরাসার সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় মাদরাসার শিক্ষক অভিভাবক সবাই সন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন অভিভাবক বলেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়ে গেছে। দীর্ঘদিন মাদরাসাটি শিক্ষানুরাগী অভিভাবক শূন্য ছিলো, যার ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় মাদরাসার শিক্ষার পরিবেশ। দেরিতে হলেও মনোহরগঞ্জ মাদরাসা একজন শিক্ষানুরাগী, সৎ যোগ্য অভিভাবক পেলো। অভিভাবকরা মনে করেন মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া মাদরাসাকে হামিদুর রহমান সোহাগের মেধা এবং সুচিন্তায় উপজেলায় একটি মডেল মাদরাসায় রুপান্তর করবেন। এদিকে হামিদুর রহমান সোহাগ মাদরাসার সভাপতি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং সচেতন মহল।