1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার লক্ষ্য এখনো পূরণ হয়নি -ড. সরওয়ার সিদ্দিকী তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার গণভোট বিষয়ে জনসচেতনতায় ব্যাপক প্রচারণা ইসির মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাকে না পাওয়ার আক্ষেপ –সারোয়ার মাহিন ডাকসু ভিপি সাদিক কায়েমের নের্তৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের লেখনি উম্মুক্ত – ড.সরওয়ার সিদ্দিকী হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

আগুনে পুড়ে সর্বস্ব হারানো শাহ আলমের পাশে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে স্বপ্ন পুড়ে যাওয়া শাহ আলমের পাশে দাঁড়িয়েছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার (১৮জুন) মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি অগ্নিকাণ্ডে অটোরিকশা ও বসতঘরসহ পুড়ে যাওয়া হতদরিদ্র শাহ আলমকে টিন ও নগদ টাকা তুলে দেন।

জানা যায় -গত শুক্রবার সন্ধ্যার পর নিজ বাড়িতে থাকার ঘরের একটি কক্ষে অটোরিকশা বৈদ্যুতিক লাইনে চার্জ দিয়ে বাড়ির সামনে দোকানে চা খেতে যান শাহ আলম। কিছুক্ষণ পর মোবাইলে ফোন আসে, অপর প্রান্ত থেকে স্ত্রী পারভীন বেগম জানান আগুনে পুড়ছে তার সদ্য কেনা নতুন গাড়ি। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দেখেন নিজের থাকার ঘর ও গাড়িতে আগুন জ্বলছে। তিনি নিজে ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। চোখের সামনে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় তার একমাত্র সম্বল। এরপর থেকে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে রাত্রী যাপন করতে হচ্ছে।

বিষয়টি মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির নিকট পৌঁছলে, তিনি বিস্তারিত খোঁজ খবর নিয়ে শাহ আলমকে নতুন ঘর নির্মাণ করার জন্য ঢেউ টিন এবং নগদ টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার প্রতিবন্ধি বিষয়ক অফিসার ও উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের প্রশাসক রাশেদুল ইসলাম,উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম সেলিম।
এরপূর্বে উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দল ও গ্রামবাসী স্বপ্ন পুড়ে যাওয়া শাহ আলমকে আর্থিক সহযোগিতা করেছেন, বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলা যুবদল নেতা ফয়েজ উল্লাহ শ্রাবণ।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী’র সাথে কথা বললে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন – বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করার পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ঢেউ টিন ও আর্থিক সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও কোন সুযোগ থাকলে তাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট