1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

বনশ্রীতে ডাকাতি : গ্রেপ্তার আমিনুল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

রাজধানীর বনশ্রীতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ছয় ডাকাতের মধ্যে একজন হলেন আমিনুল মৃধা (২৮)। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার বাবার নাম ইকবাল মৃধা। আমিনুল নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। পূর্বেও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন আমিনুল।

শনিবার (৮ মার্চ) ডাকাতদের গণমাধ্যমের সামনে হাজির করা হলে আমিনুলের অপরাধমূলক কর্মকাণ্ড আরও প্রকাশ্যে আসে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আমিনুল এর আগেও একাধিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ৯ নভেম্বর আমিনুলসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় অস্ত্রের যোগানদাতা ছিলেন এই আমিনুল।

এমনকি পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে অস্ত্রের যোগানদাতা হিসেবে নিজের নাম উল্লেখ করে স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি।

জানা গেছে, আমিনুল দিনে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও রাতে হয়ে উঠতেন দুর্ধর্ষ ডাকাত। তিনি আন্তঃবিভাগীয় ডাকাত দলের অন্যতম সদস্য। বাউফলে তিনি আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন।

তার সঙ্গে সাবেক চিফ হুইপ ও বাউফলের সাবেক এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ ও তার পরিবারের ঘনিষ্ঠতা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমিনুলের সঙ্গে তাদের একাধিক ছবি পাওয়া গেছে।

এর মধ্যে কয়েকটি ছবিতে সাবেক এমপি আ স ম ফিরোজ, জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ফিরোজপুত্র রায়হান সাকিব এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মনির মোল্লার সঙ্গে আমিনুলকে দেখা গেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “আমিনুল পেশাদার ডাকাত এবং তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট