মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় দীর্ঘ একদশক পর কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিলো বিনা কাউন্সিলে ১১ বছর। আর ৫ আগস্টে স্বৈরাচার পতনের পর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের সমন্বয়ে প্রেসক্লাব নতুন আহ্বায়ক কমিটি পায়, এই আহ্বায়ক কমিটি গত ৭ ফেব্রুয়ারি কাউন্সিলের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। গতকাল নবগঠিত এই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একিই সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ’র সঞ্চালনায় পরিচিতি সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মুনসুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষে উপজেলা সেক্রেটারি ফয়েজুর রহমান, সুধীজনের পক্ষে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে উপজেলা সেক্রেটারি মাওলানা নোমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পক্ষে উপজেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন । অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, প্রশাসনের প্রতিনিধিগণ, সুধীজন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল ও পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সকলকে অতিথিদের উপস্থিতিতে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মনোহরগঞ্জ বার্তার আলমগীর হায়দার, সাংগঠনিক সম্পাদক দৈনিক তরুণ কণ্ঠ মনোহরগঞ্জ প্রতিনিধি নুরুন্নবী চৌধুরী সেলিম, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লা কণ্ঠের আলমগীর হোসেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি আবদুল গোফরান ভূঁইয়া, সাপ্তাহিক লাকসাম প্রতিনিধি অহিদুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সদস্য তৌহিদুল ইসলাম সবুজ, মাওলানা আবদুল কাইয়ুম, আবদুল ওহাব, ইব্রাহিম খলিল, মঞ্জুরুর রহিম রুনু, দৈনিক সকলের শিরোনামের আবুল খায়ের, দৈনিক গণমুক্তির আবদুল ওহাব মিলন, জাতীয় অর্থনীতির প্রতিনিধি আবদুল আজিজ, কুমিল্লা বুলেটিনের শহিদুল ইসলাম লাদেন, মানবাধিকার প্রতিদিনের নজরুল ইসলাম ফিরোজ, আনোয়ার হোসেন, আজকের পত্রিকার সাহাদাত হোসেন, জামানা টিভির এমরান হোসেনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
প্রকাশ থাকে যে এই কমিটি আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ গঠিত হয়েছে। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল হাই বাবুল।