বছর ঘুরে শাবান মাসে আসলো শবেবরাত হাজার রাতের মধ্যে জেনো শ্রেষ্ঠ এ-ই রাত।
ফেরেশতারা বলবে ডেকে ওহে মুসলমান কলবেতে রাখো তোমার মহান প্রভুর গান।
ইবাদত আর বন্দেগিতে কাটাও সারা রাত সমস্ত গুনাহ হইতে তুমি পাবে যে নাজাত।