জীবন খাতা পাপে পূর্ণ করেছি
মুক্তির উপায় নাই,
খোদা তোমার করুণার ভিক্ষা
সদায় আমি চাই।
নিজের দোষে ডুবতেছে তরী
স্বীকার করছি আমি,
তুমি আমায় রক্ষা করো প্রভু
দয়াল অন্তর্যামী।
তুমি ছাড়া আরতো কেহ নাই
ক্ষমা করতে পারে,
পাপমুক্তির প্রার্থনা করতেছি
হয়ে নতশিরে।
তুমি স্রষ্টা আমরা সৃষ্টি মোরা
ভুলের ঊর্ধ্বে নয়,
তোমার নাম রহমানুর রহিম
যার অর্থ দয়াময়।
বান্দাদের তুমি ভালোবাসো ও
সর্বেসর্বা তুমি,
দয়া অনুকম্পা পেতে তোমার
কুদরতি চরণ চুমি।
আমানের জীবনের ভুলভ্রান্তি
দিও মার্জনা করে,
পাপের ঝুলি শূন্য করে খোদা
পুণ্য দিও ভরে।
০০০@@০০০
লন্ডন
যুক্তরাজ্য।