লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে একটি আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো আলতাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পৌর শহরের বাইপাস এলাকায় ড্রিম আবাসিক হোটেলের ৮ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলতাফ হোসেন লক্ষীপুর জেলার শাকচর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। সে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে চাকরি করেন বলে পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন।
ড্রিম হোটেলের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, গত ২৫ জানুয়ারি শনিবার রাতে আলতাফ হোসেন নামে এক ব্যক্তি হোটেলের ৮ নম্বর রুম বুকিং নেন। পরদিন ২৬ জানুয়ারি রোববার রাতে ওই ব্যক্তি রুম ভাড়া পরিশোধ না করায় হোটেলের রুমবয় তুহিন আজ ২৭ জানুয়ারি সোমবার সকালে ৮ নম্বর কক্ষের দরজায় এসে ভাড়ার জন্য ডাকাডাকি করলে ভাড়াটিয়ার কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল ম্যানেজারকে জানালে ম্যানেজারসহ অন্যান্য স্টাফরা এসে বিছানার উপর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, সোমবার সকালে লাকসাম পৌরশহরের বাইপাস মোড়ে ড্রিম নামে একটি আবাসিক হোটেলের কক্ষে বিছানার উপর সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার পরিবারের লোকজন থানায় এসেছেন এবং মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।