আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ মাদক সম্রাট খ্যাত সেলিমকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।
জানা যায় ১৮ ডিসেম্বর বুধবার মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মনোহরগঞ্জ থানার এসআই মোঃ সিরাজের সহায়তায় যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ সেলিম (৩৫)কে জিনারাগ বাবুলের চায়ের দোকানের সামনে থেকে আটক করে। এব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে সেলিমকে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বলেন সেলিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে। পুলিশ বারবার গ্রেপ্তার করলেও ছাড়া পেয়ে আবারও তার অপকর্ম চালিয়ে যায়। তারা বলেন শুধু সেলিম নয় তার সহযোগীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ বলেন মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ক্রেতা বিক্রেতাসহ সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা। মাদকমুক্ত সমাজ গড়তে সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে।
এব্যাপারে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন আমরা মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি।