1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

মনোহরগঞ্জে মুদি দোকান থেকে টিসিবির ১৫শ কেজি চাল উদ্ধার

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

আবু ইউসুফ:  কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ বাজারের জুয়েল স্টোর থেকে টিসিবির ১৫শ কেজি ৩০ বস্তা চাল ২৫০ কেজি ৫ বস্তা ডাল উদ্ধার করেছে সেনাবাহিনী।
২৯ নভেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেনা ফোর্স হাসনাবাদ বাজারের লোকমান হোসেন জুয়েলের মুদি দোকান জুয়েল স্টোর থেকে এ চাল ডাল উদ্ধার করেন।
জুয়েল স্টোরের মালিক জুয়েল বলেন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের উদাইশ গ্রামের হুমায়ুন নামে একজনের কাছে ৪৪ হাজার টাকা পাওনা ছিল, টাকা দিতে না পেরে টাকার বিনিময়ে হুমায়ুন শুক্রবার দুপুরে চাল আর ডালগুলো পাঠান। এগুলো সরকারি চাল তা তিনি জানেননা। এব্যাপারে হুমায়ুনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমি টিসিবির ডিলার নই, আমি কোথায় চাল পাব তাছাড়া দোকানদার আমার কাছে মাত্র ৬ হাজার টাকা পাবেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমি সুষ্ঠু তদন্ত চাই।
এবিষয়ে সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম বলেন আমরা গোপন সংবাদের মাধ্যমে জুয়েলের দোকানের সামনে থেকে ৩০ বস্তা চাল এবং ৫ বস্তা ডালগুলো আটক করে মনোহরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করি। উপজেলা প্রশাসনই প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
চাল জব্দ করা মনোহরগঞ্জ থানার এসআই জনি কান্ত বলেন চাল জব্দ করে খাদ্য অফিসারের প্রতিনিধির মাধ্যমে ইউনিয়ন পরিষদের গোডাউনে হস্তান্তর করি। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
চাল আটকের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট