1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহিয়া ইসলাম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাছরিন, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে স্মৃতিচারণ করেন গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুল ইসলাম ফাহাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান, ইয়াছিন আরাফাত, আরিফুর রহমান ও শহীদ মনির হোসেন এর সহধর্মিণীসহ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের তত্ত্বাবধানে থেরাপির ব্যবস্থা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্দোলনে নিহত মনির হোসেনের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস ও আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতের নিশ্চয়তা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট