1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

তারুণ্যের পণ –মোঃ রুহুল আমিন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
আঠারো তোর বয়স খানি
দেশ বাঁচাতে চল,
দেশের শত্রু বিনাশ করবি
ওরে তরুণ দল।
সামনে পেলে পিষে মারবি
ধরবি মুচড়ে ঘাড়,
আনবি ধরে পাতাল ফুঁড়ে
আর ডেঙিয়ে পাড়।
রাখবি মনে দেশটা মোদের
একটা দেহের প্রাণ,
নিশান মাঝে বীর সেনাদের
পাবি রক্তের ঘ্রাণ।
দেশ বাঁচাতে দেশের ডাকে
তোদের আগে চাই,
কে’বা ওঁরাই লড়াই করবে
তোদের মত নাই।
ধরবি তোরাই দেশের হালটা
করবি এমন পণ,
দেশের কাজে উজাড় করে
দিবে তোদের মন।
দেশ সীমানা আকাশ জুড়ে
বোমারু বিমান তোর,
ভিনদেশী ঐ বিমান ধরবি
রাখবি বুকে জোর।
অতল সাগর সাবমেরিনে
তোরাই দিবি ডুব,
রাখবি নজর দেখলে শত্রু
থাকবি নাকো চুপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট