আজ ৮ ই নভেম্বর (শুক্রবার) কুমিল্লা (দক্ষিণ) জেলার ৭ টি স্বনামধন্য প্রতিষ্ঠান লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসা, মুদাফফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড কলেজ, মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসা, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ, নাঙ্গলকোটের এ আর মডেল স্কুল এবং মন্তলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একযোগে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় লাকসাম- মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৪ হাজার অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরিক্ষা কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ সফিউল্লাহ্, ও কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা (দক্ষিণ) জেলা চেয়ারম্যান মু. নজরুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম। মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা জয়নাল আবেদীন পাটোয়ারী , জোবায়ের ফয়সাল,আমিমুল এহসান, জাহিদুল ইসলাম, ইয়াকুব হোসেন রিফাত প্রমুখ৷