বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ সুস্থ গণতন্ত্র পেয়েছে। মানুষ জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে প্রতিবাদী হয়ে উঠেছে।
রবিবার (২৭ অক্টোবর) রাঙামাটিতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নূর নবীর সভাপতিত্বে এতে জেলা বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য মণি স্বপ্ন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।
পরে রাঙামাটি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।