
এমন মর্মান্তিক মৃত্যু আমাদের কারোরই কাম্য নয়–
বন্যা কবলিত ধোবাউড়া উপজেলা পুড়াকান্দুলিয়া গ্রামে আজ নৌকা যোগে বাজারে যাবার পথে হঠাৎ ভিমরুল (ব্যাংরুল) এর আক্রমনে পড়েন জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম হুজুর উনার মেয়ে এবং ছেলে তিনজন।
বাবা মেয়ে মারা গেছেন সবাই জেনেছেন। সর্বশেষ ছোট ছেলেটাও মারা যায়।
এমন মর্মান্তিক মৃত্যু কোন ভাবেই মেনে নেয়া যায় না। বাবা,ছেলে,মেয়ে একসাথে তিন জনের জানাজা আগামীকাল সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে