1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

নবী ﷺ কে নিয়ে কটুক্তি করায় গফরগাঁওয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

মামুন বিন হারুন ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

মামুন বিন হারুন  ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ ৭ই অক্টোবর ২০২৪ (সোমবার) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ভারতে মহানবী স. কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এক প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতে রাসুল সা. কে নিয়ে অবমাননা থামছেই না। মাস খানেক পূর্বে “রামগিরি মহারাজ” রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করেছে। তাকে সাপোর্ট দিয়েছে বিজিপি সাংসদ নিতিশ নারায়ন রানে।
মুসলিম জনতা তার প্রতিবাদ করার কারণে বিজিপির প্রাক্তন মুখপাত্র “নরসিংহানন্দ” আবারও আমাদের পেয়ারে হাবিব রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করেছে। তাকে ধর্ষক, ডাকাত এবং সকল অশান্তির মূল বলে অবমাননা করেছে। এমনকি রাসুল ﷺ এর মূর্তি বানিয়ে পোড়ানোর হুমকিও দিয়েছে।

এত জঘন্য কটুক্তির পরেও যখন ভারত সরকার তামাশা দেখেছে এবং এসব অপকর্মের মৌন সমর্থন দিচ্ছে তখন মুসলমানরা পুনরায় “নরসিংহানন্দ” এর বিরুদ্ধে প্রতিবাদ করে। তাকে বিচারের আওতায় আনার দাবি জানায়।

কিন্তু এই প্রতিবাদ হতে না হতেই গত কাল/পরশু “নরসিংহানন্দ” এর পক্ষাবলম্বন করে তিনজন হিন্দু ধর্মগুরু রাসুল সা. এবং আলী রা. এর ব্যাঙ্গাত্মক মূর্তি বানিয়েছে।

এমনকি মুসলমানরা যদি “নরসিংহানন্দ” এর বিরুদ্ধে প্রতিবাদ করা না থামায় তাহলে তারা এই মূর্তি পোড়ানোর ঘোষণা দিয়েছে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এসব কুলাঙ্গারদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবী জানাই।
এ সময় তারা গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বর থেকে জামতলা মোড় হয়ে পৌরসভা কার্যালয়ের দিকে যান।

পৌরসভা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বিক্ষোভ মিছিলে গফরগাঁও উপজেলার সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও গফরগাঁও জে এম কামিল মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত হতে পারেননি। এ বিষয়ে তাঁদের সাথে কথা বললে জানা যায় যে‚ জে এম মাদরাসার আব্দুল বাতেন স্যার শিক্ষার্থীদেরকে বিক্ষোভ মিছিলে যাওয়ার অনুমতি দিলেও সুব্রত স্যার শিক্ষার্থীদেরকে নাবী ﷺ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে যেতে বাধা প্রদান করেছেন।

এছাড়াও উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, মুফতি ইমরান হোসাইন আজাদ, মুফতি ইসমাইল হোসাইন, মোফাজ্জল আনসারী, আশরাফ আলী ফারুকী, ফারহান ফরিদ, সম্রাট বিন সুরুজ, হামিম হাসান নিরব, মিফতাহুল ইসলাম মিনয়, সিফাত হাসান, সাজিদ মাহমুদ তনিম, মুশফিকুর রহমান, আলিফ, মাহিন,মিয়াদ, সামিউল মির্জা আরিফ, কবির হোসেনসহ অনেকে। বাংলা বুকডেমির সদস্য কবি শরিফ বিন জামাল অজ্ঞতাজনিত কারণে উপস্থিত হতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট