1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত আহবায়ক ইউসুফ সদস্য সচিব আহসান

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় মনোহরগঞ্জ প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকালে স্থানীয় একটি হল রুমে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের এক জরুরি সভার আহ্বান করা হয়, সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রকাশ থাকে যে পূর্বের আহবায়ক কমিটি গত ১১ বছর থেকে অবৈধভাবে বিনা ভোটে প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে।
নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠাতা সদস্য জিএম আহসান উল্লাহকে মনোনীত করা হয়।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নুরুননবী চৌধুরী সেলিম, প্রতিষ্ঠাতা আব্দুল গোফরান ভূঁইয়া, প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন।

আগামী ০৬ মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন সদস্য আহ্বান, পূর্বের ভোটার তালিকা হালনাগাদ ও প্রেসক্লাবের শৃঙ্খলা ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল অনুষ্ঠিত করা হবে।
নব গঠিত কমিটির সদস্য সচিব জিএম আহসান উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে মনোহরগঞ্জ প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে প্রায় এক যুগের বেশি সাংবাদিকতা করা সত্ত্বেও, সব যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেরা ফায়দা লুটতে তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের কোনও রকম সুযোগ দেওয়া হয়নি।
এর বিপরীতে মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা নন এবং মনোহরগঞ্জে অবস্থান করেন না এমন অপেশাদার লোকদের দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছিল চক্রটি।
চাটুকারদের প্রাচীর ভেঙে নতুন কমিটির মাধ্যমে মনোহরগঞ্জে সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে মনোহরগঞ্জে সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট