
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
বিএনপির মনোনয়ন না পাওয়ায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সামিরা আজিম দোলার সমর্থকরা। মঙ্গলবার বিকেলে কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলাকে বিএনপির মনোনয়ন না দেয়ায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তার সমর্থকরা। সড়ক অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এ আসনে বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামকে মনোনয়ন দেয়া হয়।