1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
লাকসামে অর্ধশতাধিক স্পটে হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য শহীদ মুহাম্মদ শাহজাহান হত্যার বিচার চায় জামায়াতে-ছাত্র শিবির মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সর্বোচ্চ ভোট পেয়ে ফের আমির হলেন ডা. শফিকুর মনোহরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন কিশোর কন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি বিএনপি কাবিননামায় সই করেছে, ‘না’ বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

মনোহরগঞ্জে প্রবাসীকে হয়রানির অভিযোগ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন ছেলে মোঃ মমিন হোসেন গত তিন বছর পূর্বে একই গ্রামের নজরুল ইসলাম ভুলুর প্রতিনিধি মানিক হোসেন মিয়া পিতা ইব্রাহিম খলিল এর মাধ্যমে ৬০ শতক জায়গা ক্রয় করেন। প্রবাসী মমিনের ক্রয়কৃত জায়গায় রেজিষ্ট্রে হওয়ার সাতদিনের মধ্যে মমিনকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। সফিকুল ইসলাম ও নজরুল ইসলাম ভুলু ঐ জায়গা দীর্ঘ ৪০ বছর খতিয়ান মূলে মালিক থাকায় মমিনের নিকট বিক্রি করেছেন, বিক্রি করার সাতদিনের ভিতরে দখল বুঝিয়ে দেওয়ার কথা ছিল।
স্থানীয় সুএে ও সরে জমিনে গিয়ে জানা যায়, মমিন হোসেন গত তিন বছর পূর্বে মমিন হোসেন একই গ্রামের মানিক মিয়া প্রতিনিধি মাধামে, নজরুল ইসলাম ভুলুর নিকট থেকে ৬০ ডিসেমেল জমি ক্রয় করেন কিন্তু বিক্রেতা মমিনকে তার ক্রয়ক্রিত জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হন। গত কয়েক মাস আগে মমিন হোসেন দেশে আসলে সে এলাকার বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে একটি শালিসি বৈঠক করেন। সেখানে জমি বিক্রেতা নজরুল ইসলাম ভুলু বলেন যে,আমার দখলীয় ৬০ ডিসেেমেল জমি মমিনের নিকট বিক্রি করা ঠিক আছে,কিন্তু ঐ দাগে আমার ফুফাতো বোন মনুজা কোন জমি পাবেন না। নজরুল ইসলাম বুলুসহ শালিশিগন বলেন যেহেতু সে অসহায় তাই আমি আমার ফুফাতো বোন মনুজাকে আমার দখলীয় দক্ষিণ সাইডে অন্য দাগে ব্যবস্থা করে দিবো এবং সিদ্ধান্ত ও তা হয়, সে মোতাবেক আমি মমিন হোসেনকে বলি যে, মনুজা যাতে থাকতে পারে সে জন্য তাকে ৮ ডিসেমেল জমিতে ভিডি তৈরি করে দেওয়ার জন্য, যে কথা সে কাজ, মমিন ২ লক্ষ ৫০০০০ হাজার টাকা দিয়ে মনুজাকে ভিডি তৈরি করে দেন।কিন্তু ঐ সময়ে এলাকা কুচক্রীমহল বসির, আলা উদ্দিনের ও স্বার্থন্নেসী মহল তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে মনুজা মহিলাকে স্থানীয় প্রভাবশালী, ক্যাডার, নজরুল ইসলাম ভুলুর প্রতিনিধি মানিক মিয়া উক্ত জায়গায় নজরুল ইসলাম ভুলুর ফুফাতো বোন মনুজাকে ঐ জায়গায় মালিক শনাক্ত করেন, তাদের স্বার্থ আদায়সহ মনুজাকে আমার ক্রয়ক্রিত জায়গায় থাকতে অনুপ্রানিত করেন। ক্রেতা মমিন হোসেন প্রবাসী হওয়ার কারনে এক বছর পর বাড়িতে আসেন, এখন মমিনের আবেদন যে,নজরুল ইসলাম ভুলু, আমার জায়গা আমাকে বুঝিয়ে দিতে হবে না হয় আমি আইনগত ব্যবস্থা নিবো।
মমিন হোসেন আরো বলেন আমার জায়গার খারিজ, খতিয়ান, নামজারি ও খাজনা দাখিলা আমার নামে হয়েছে।
নজরুল ইসলাম ভুলুর নিকট মমিনের আবেদন আমার ক্রয়ক্রিত জায়গা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আহবান জানাচ্ছি।
জমি ক্রয়বিক্রয়ের বিষয়ে একই গ্রামের মানিক মিয়ার নিকট জানতে চাহিলে তিনি জানান — নজরুল ইসলাম ভুলু ৬০ ডিসেমেল জমি আমার মাধ্যমে, মমিনের নিকট বিক্রি করেছেন এটা আমি নিজে ও অবগত আছি।
বিএস চূড়ান্ত ১৫৩ নং খতিয়ান,
১২৮ নাল ২৭ শতক
১২৯ নাল ৩৩ শতক,মোট ৬০ শতক জমি খরিদ সূত্রে মমিন হোসেন মালিক
মমিনের ক্রয়কৃত জমিতে বা জায়গায় অবৈধ ভাবে মনুজা দখল করে বসবাস করে আসছে,মনুজা হলো কিক্রেতা নজরুল ইসলাম ভুলুর ফুফাতো বোন যিনি মমিন হোসেনের ক্রয়ক্রিত জায়গা, উওরাধীকার হিসাবে দাবি করেন কিন্তু মনুজার নিকট কোন বৈধ কাগজ পএ দেখাতে পারেনি।অবৈধ ভাবে বসবাস ও মমিনের জায়গায় দখল করার লক্ষ্যে বেড়া প্রদান করেন যাহা মনোহরগঞ্জ থানাকে অবগত করালে পুলিশ ঘটনার ননকপরিদর্শন করেন এবং পক্ষ, বিপক্ষের লোকদেরকে আপসমিমাংশার লক্ষ্যে হাজির থাকতে বলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট