কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষে লাকসাম মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল এম আনোয়ারুল আজিমের সুযোগ্য কন্যা সামিরা আজিম দোলার নেতৃত্বে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন লাকসাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসীম উদ্দীন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত হোসেন সেলিম, বিএনপি নেতা ইসমাইল হোসেন, খাজা আহাম্মেদ, মাইন উদ্দিন, উপজেলা যুবদল নেতা দিদার, লাকসাম সরকারি কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহেদ, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ হোসেন খসরু প্রমুখ।
আনন্দ র্যালিটি লাকসাম বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।