1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে স্কুল মাদরাসার ক্লাস বন্ধ রেখে বিএনপির পথসভায় শিক্ষক-শিক্ষার্থীরা, সমালোচনার ঝড়

মনোহরগঞ্জ(কুমিল্লা)প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ(কুমিল্লা)প্রতিনিধি
মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে হাজীপুরা দাখিল মাদ্রাসার ক্লাস চলাকালীন সময়ে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের ডেকে এনে মাদ্রাসার মাঠে দাঁড় করিয়ে পথসভা করেন কুমিল্লা-৯ সংসদীয় আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী সামিয়া আজিম দোলা। এসময় তিনি সকলের কাছে দোয়া চেয়ে নির্বাচনী বক্তব্য রেখেছেন। মাদ্রাসার মাঠে আয়োজিত এ পথসভায় শিক্ষক—শিক্ষার্থীদের অংশগ্রহণের ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
১৭ আগস্ট রোববার সকাল সাড়ে ১১ টার দিকে মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসা এবং আশিরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড়ও উঠেছে।
জানা যায় কুমিল্লা- ৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল অব: আনারুউল আজিজের কন্যা সামিয়া আজিম দোলা তার নির্বাচনী এলাকায় রোববার গণসংযোগ ও পথসভার আয়োজন করেন।

ভিডিওতে দেখা যায়- সকাল সাড়ে ১১টার দিকে হাজিপুরা বালিকা দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঠে দাঁড় করিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিয়া আজিম দোলা। পাশে দাড়িয়ে আছেন উক্ত মাদ্রাসার শিক্ষকরা এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বক্তব্য শুরু হওয়ার আগে মাদ্রাসার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিএনপির পথসভার প্রধান অতিথি জন্য। এসময় উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই মিনিট বক্তব্য দেন বিএনপির কুমিল্লা-৯ সংসদীয় আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী সামিয়া আজিম দোলা।
খোঁজ নিয়ে জানা যায়, রবোবার সকালে উপজেলা মৈশাতুয়া ইউনিয়নে সামিরা আজিম দোলার পথসভা ও গণসংযোগ ছিল। পথ সভা সফল করার লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে বিএনপির কর্মী সমর্থকরা আসেন। উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসায় বেলা সাড়ে ১১ টায় মাদ্রাসার সুপার
মনিরুজ্জামানের নেতৃত্বে শিক্ষার্থী ও বিএনপির কর্মী সমর্থকরা এই সমাবেশস্থলে আসেন। অভিযোগ ওঠে মাদ্রাসার ক্লাস চলাকালীন সময়ে ক্লাস বন্ধ রেখে সকল শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসার মাঠের প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন তারা ( হাজীপুরর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা)।
বিষয়টি বিকেলে জানাজানি হলে, এলাকার শিক্ষার্থী, অভিভাবকদের কেউ কেউ মাদ্রাসার আয়োজিত বিএনপির পথসভার ছবি ও ভিডিও আপলোড করে প্রতিবাদ জানান।
হাজীপুরা এলাকার বাসিন্দা নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এই মাদ্রাসার কমিটির একজন সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা তিনি হয়তোবা তার দলের কর্মসূচিতে গেছেন।
মাদ্রাসার সুপার মনিরুজ্জামান বলেন, রবিবার মাদ্রাসায় কোনো দলীয় সমাবেশ ও পথসভার বিষয়ে ছিল না। মাদ্রাসার একটি সমাপনী অনুষ্ঠান ছিল, এসময় সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল আনোয়ারুউল আজিজের কন্যা সামিয়া আজিম দোলা এসেছেন, তখন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অল্প সময়ের মধ্যে বক্তব্য দিয়ে চলে যান। দলীয় কোন আয়োজন ছিল কী না জানতে চাইলে, তিনি এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
অন্যদিকে বিকেল ৩টার দিকে আশিরপাড় উচ্চ বিদ্যালয়ে যান দোলা, সেখালে ক্লাস বন্ধ করে দিয়ে তাকে স্বাগত জানান শিক্ষক শিক্ষার্থীরা, এসময় শিক্ষার্থীদের দোলার নামে স্লাগান দিতে শোনা যায়।
এনিয়ে বিএনপির মনোয়ন প্রত্যাশী সামিয়া আজিম দোলার এপিএস শাহাদাত হোসেন বলেন, মাদ্রাসা এবং স্কুল মাঠে কোন পথসভায় আয়োজন করা হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান দুটির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখা করে কথা বলেন। এসময় বিভিন্ন এলাকা থেকে দোলা আপাকে দেখতে শত শত মানুষ এসেছে, তারা যার যার ব্যবস্থাপনায় এসেছেন।’ মাদ্রাসায় পূর্ব থেকে কোন প্রোগ্রাম ছিলোনা।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী বলেন, খোঁজ নিয়ে যাচাই করে যথাযত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট