নুরুননবী চৌধুরী সেলিম, ষ্টাফ রিপোর্টারঃ
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কাতারে নির্মাণ খাতে বাংলাদেশের শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে “দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি” কোম্পানি অন্যতম। ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে এই কোম্পানি বর্তমানে কাতারে অবস্থিত বিশ্বের বিভিন্ন কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। কাতারে বাংলাদেশের ইমেজ বাড়ানোর পাশাপাশি দক্ষ শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানিকে সম্মাননা সনদ প্রদান করেছে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। মঙ্গলবার ২২ জুলাই বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে রাষ্ট্রদূত থেকে সম্মাননা সার্টিফিকেট গ্রহণ করেন দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সিইও মোহাম্মদ জসিম উদ্দিন।
রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম প্রতিবেদককে জানান, এটা দেখে আমি আনন্দিত যে, কাতারে অবস্থিত বাংলাদেশী কোম্পানি দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি ডব্লিউএলএল কাতারের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া তারা তাদের মানসম্পন্ন সেবা এবং সময়মতো দায়িত্ব পালনের জন্য একটি সুনাম তৈরি করেছে যার ফলে কাতারের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এছাড়াও আরও আনন্দিত হয়েছি যে, দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি ডব্লিউএলএল প্রায় তিন হাজারেরও বেশি দক্ষ কর্মী এখন পর্যন্ত নিয়োগ করেছে। এই কোম্পানিটি তার কর্মীদের দ্বারা বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রেও বিশাল অবদান রাখছে। যেহেতু কোম্পানিটি দৃঢ়ভাবে সততা এবং পেশাদারিত্বের উপর ভিত্তি করে তৈরি, তাই আমরা আশা করি এটি আরও একটি বৃহত্তর বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হবে যা কাতারের বাইরেও ব্যবসা-বাণিজ্যের আরও বেশি ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করবে। রাষ্ট্রদূত আরও বলেন, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে তাদের নিষ্ঠা, স্থিতিস্থাপকতা, জ্ঞান এবং দক্ষতা তাদেরকে আরও সাফল্য অর্জন করতে এবং কাতার এবং তার বাইরেও মানসম্পন্ন আস্থার একটি স্থায়ী চিহ্ন তৈরি করতে সক্ষম করবে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান বাংলাদেশের ইমেজকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিয়ে যাবে।
কাতারে বাংলাদেশ দূতাবাসের সম্মান পেয়ে দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি ডব্লিউএলএল এর সিইও মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ২০১৯ সাল থেকে যাত্রা করে চলতি বছরের মার্চ মাসে এসে আমার এই কোম্পানি ৮তম বর্ষে পদার্পণ করেছে। ৫৭০ জন শ্রমিক নিয়ে এই কোম্পানি যাত্রা শুরু করে। চলতি বছর আমাদের লক্ষ্য তিন হাজার শ্রমিক নিয়ে কাজ করবো। শ্রমিকদের বিষয়ে কাতার সরকারের নীতিমালা সতর্কতার সাথে আমার প্রতিষ্ঠান অনুসরণ করে। সঠিক সময়ে শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য সুবিধাধী প্রদান করে থাকি। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সম্প্রতি আমার প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি ডব্লিউএলএল পরিদর্শন করেছেন। তিনি আমার প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা সম্পর্কে অবগত হয়েছেন। এছাড়া এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড দেখে প্রশংসা করেন রাষ্ট্রদূত। বাংলাদেশ দূতাবাস থেকে সম্মাননা সনদ পেয়ে আমি ও আমার প্রতিষ্ঠানের সকল সদস্য রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামকে ধন্যবাদ জানাই। এই সম্মাননা সার্টিফিকেট আমার প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি ডব্লিউএলএল’কে আগামীতে আরও কাজের প্রতি আগ্রহ বাড়াতে ও এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে উৎসাহিত করবে।
উল্লেখ্য, মোঃ জসিম উদ্দিনের বাড়ী মনোহরগন্জ উপজেলার ঝলম গ্রামে। এলাকার হত দরিদ্র জনগনের কাছে দানবীর খ্যাত জসিম উদ্দিন উপজেলার শিক্ষা,দাতব্য প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও ক্রীড়া উন্নয়নে অগ্রনি ভুমিকা পালন করছেন। এ ছাড়াও তিনি মনোহরগন্জ উন্নয়ন ফোরাম এবং মনোহরগন্জ ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।