মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার তাহমিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুল আহসান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। বক্তারা সমাজ থেকে নারী শিশু নির্যাতন, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গঠনে জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে সবাইকে কাজ করার আহ্বান জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।