1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যোগ করলো ইসি দোলা’র নির্দেশে লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি মনোহরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত এ ঘর আমার নয় –সাঈদা আজিজ চৌধুরী শিবালয়ে মোতালেব মোল্লার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প জলবদ্ধতা নিরসনে মনোহরগঞ্জে অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণ মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতেও কাজ করছেন মনোহরগঞ্জের ইউএনও মাহমুদুর রহমানের মায়ের মৃত্যু সমবেদনা জানাতে বাসায় এলেন শিল্প উপদেষ্টা, বিএনপি মহাসচিব বাইশগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ডে নবগঠিত ইউনিয়ন ছাত্রদলের কমিটির পরিচিতি সভা

শিবালয়ে মোতালেব মোল্লার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 এম.এ.মান্নান.মান্না: প্রয়াত সমাজসেবক আব্দুল মোতালেব মোল্লার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মানিকগঞ্জের শিবালয়ের অন্বয়পুর আব্দুল জলিল একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মানবিক আয়োজনে চিকিৎসাসেবা নিতে শত শত মানুষ উপস্থিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন আলাল। বিশেষ অতিথি ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রহমত আলী লাভলু, উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শিবালয় প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শতরূপা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন শিবালয় উপজেলায় ইতোমধ্যেই বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই সংগঠনের প্রাণপুরুষ ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মোজাম্মেল হোসেন মোল্লা, যিনি নীরবেই গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে সংগঠনটি যেন মানবতার বাতিঘর হয়ে উঠেছে।

মোজাম্মেল হোসেন মোল্লা শুধু একজন সংগঠক নন—তিনি একাধারে সমাজসেবক, সংগঠক এবং এলাকার তরুণদের আদর্শ। শিক্ষা, চিকিৎসা, খাদ্যসামগ্রী বিতরণসহ নানা কর্মকাণ্ডে তিনি অসহায় মানুষের পাশে থেকেছেন সবসময়। তার মানবিক উদ্যোগগুলো এখন শিবালয়ে আলোচিত ও প্রশংসিত। তিনি অসহায় মানুষের পাশে থেকেছেন সবসময়। সব সময় মানুষের পাশে এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন শিবালয় ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এ কে হাবিব এবং সহযোগিতায় ছিলেন হিলফুল ফুজুল যুব সংঘ। সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তুষ্টি ও প্রশংসা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট