1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাকসাম বিএনপির ৩টি জনসভায় নেতাকর্মীদের ঢল সিরাজুল ইসলাম বিএনপির ওয়ার্ড সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক দিবস পালন আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত

সিরাজুল ইসলাম বিএনপির ওয়ার্ড সভাপতি নির্বাচিত

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম (আমিন)। দলের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার উপজেলার লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়ার্ড সম্মেলনে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন সিরাজুল ইসলাম। ফলে নিয়ম অনুসারে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
স্থানীয় বিএনপির নেতারা জানান, সিরাজুল ইসলাম একজন পরিশ্রমী, দক্ষ, সৎ ও দলের জন্য নিবেদিত প্রাণ। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন তিনি। তার নেতৃত্বে ৮নং ওয়ার্ডে দলের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মজনুর সভাপতিত্বে এবং খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনাফ চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন সৈকত, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আব্দুল মান্নান সদস্য, কলিম উল্লাহসহ ওয়ার্ডের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম বলেন,
“আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই দলীয় নেতাকর্মীদের প্রতি, যারা আমার উপর আস্থা রেখেছেন। আমি চেষ্টা করবো দলের ভাবমূর্তি রক্ষা করে সক্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী একটি পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করতে।
স্থানীয় নেতৃবৃন্দরা জানান,সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার কারণে তিনি সকলের আস্থাভাজন হয়ে উঠেছেন।
সিরাজুল ইসলামের নেতৃত্বে ৮নং ওয়ার্ড বিএনপি নতুন গতিতে সংগঠিত হবে এবং এলাকার রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংহত হবে বলে জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট