1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা শাখার ত্রৈ-বার্ষিক সম্মেলন সম্পন্ন

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ, (কুমিল্লা)প্রতিনিধি.:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

এম,নুরুননবী চৌধুরী সেলিম, মনোহরগঞ্জ, (কুমিল্লা)প্রতিনিধি.:

বাংলাদেশ স্কাউটস -কুমিল্লা জেলা কাউন্সিলের বিশেষ কাউন্সিল সভা ২০২৫ হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এডহক কমিটির আহ্বায়ক মানীয় জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ২.৩০ মিনিটে ১৫৯ জন কাউন্সিলর এর মধ্যে ১৩৫ জনের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাহী কমিটি গঠিত হয়।
কাউন্সিলে সহ সভাপতি পদে- (মুক্ত দল)স্কাউটার জনাব মোঃ আব্দুল আউয়াল ভুঁইয়া এল টি , (তিতাস মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি), সহ-সভাপতি- (কাব শাখা) স্কাউটার জনাব মোঃ আবু ইউসুফ এ এল টি, কমিশনার – জনাব মোঃ কামরুল কবির(প্রধান শিক্ষক কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা‌।)
সম্পাদক – জনাব মোহাম্মদ কুদরত উল্লাহ এ এল টি,(সাবেক প্রধান শিক্ষক, বাগমারা উচ্চ বিদ্যালয়, লালমাই,কুমিল্লা।কোষাধ্যক্ষ – স্কাউটার মোঃ আসলাম মিয়া(সহকারী প্রধান শিক্ষক, আল আমিন ইন্সটিউট লাকসাম, কুমিল্লা) নির্বাচিত হন।
সভায় কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাহী কমিটির সহ-সভাপতি (৫ জন), কোষাধ্যক্ষ (১ জন), সম্পাদক (স্কাউট শাখা ১ জন), যুগ্ম-সম্পাদক (কাব শাখা ১ জন), লিডার ট্রেনার প্রতিনিধি (১ জন) ও সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (২ জন) নির্বাচিত হন। এছাড়া জেলা কমিশনার নিয়োগের সুপারিশ চূড়ান্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা ও জেলা শিক্ষা অফিসারদ্বয় (মাধ্যমিক ও প্রাথমিক)সহ জেলা এডহক কমিটির সদস্যগণ ।
জেলা এডহক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর ও কুমিল্লা জেলার সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ১৭টি উপজেলার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কাউন্সিল কার্যক্রম সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিচালক পূরবী সরকার ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট