1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার লক্ষ্য এখনো পূরণ হয়নি -ড. সরওয়ার সিদ্দিকী তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার গণভোট বিষয়ে জনসচেতনতায় ব্যাপক প্রচারণা ইসির মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাকে না পাওয়ার আক্ষেপ –সারোয়ার মাহিন ডাকসু ভিপি সাদিক কায়েমের নের্তৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের লেখনি উম্মুক্ত – ড.সরওয়ার সিদ্দিকী হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

মাহে রমাদান-ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

খোশ আমদেদ মাহে রমাদান,
বন্দী হইলো শয়তান।
যদিও শয়তান হইলো বন্দী,
অসাধু ব্যাবসায়ীর সাথে করিলো সন্ধি।
আদেশ তাহার পণ্যের দাম করো বৃদ্ধি,
মালামাল করো গোডাউন বন্দী।

জ্বি হজুর!
আপনার আদেশ শিরোধার্য,
দ্রব্যের দাম বৃদ্ধি করে সাধন করিবো কার্য।
তারা শয়তানের দোস্ত।
তাদের কার্য দেখে শয়তান শুধু হাসতো।
বলতো ওরে তোরা শয়তানের বড়ো ভাই!
জাহান্নামই হবে তোদের একমাত্র ঠাই।
আমলনামাতে পাপ দেখিতে পাই,
বলিবে ক্ষমা চাই প্রভু ক্ষমা চাই।
কিন্তু আজ বাঁচিবার উপায় নাই।
হুতামাতেই হবে তাদের ঠাই।

সময় থাকতে ছাড়ো সব পাপ
বৃদ্ধি করো আমল,চেয়ে নাও মাপ।
খাঁটি করো ঈমান,বাড়বে তব মান,
পাবে জান্নাত চিরস্থায়ী বাসস্থান।
মরিও না হইয়া বেইমান।
জাহান্নাম হবে বাসস্থান আর শাস্তি পাহাড় সমান।

হে ঈমানদারগণ
তোমাদের জন্য ফরজ করা হয়েছে সাওম।
যেমন ফরজ ছিল ও পালন করতো পূর্ববর্তী কাওম।
যাতে হতে পারো মুত্তাকী,
বৃদ্ধি করে নেকি, হতে পারো জান্নাতি।
সূরা বাকারা আয়াত একশততিরাশি।

সাওম কি তার ব্যাখ্যায় আশি,
সাওম মানে অন্যায় থেকে বিরত থাকা,
আত্মাকে সংযত রাখা,
সুবে সাদিক থেকে বন্ধ সকল পানাহার,
বিরত থাকা সকল পাপাচার,
বিরত থাকা সকল কামাচার,
খাবার হতে অপেক্ষা সূর্য ডোবার।
৩০ দিন বিভিন্ন ইবাদতের হবে অনুশীলন,
বছরজুড়ে করতে হবে তা পালন।

রোযা ইসলামের তৃতীয় স্তম্ভ,
চূর্ণ করে বিত্তবানের অহংকার ও দম্ভ।
রবের আদেশ,থাকতে হবে উপবাস, বুঝতে, কেমন করে গরীব দুখী করে বাস।

ঈমান আনো,রোযা রাখো, নামাজ পড়ো, গরীব-দুখীরে করো তুষ্ট,
রব হবে তোমার প্রতি সন্তুষ্ট।
পাপ হবে মাপ, পাবে তুমি জান্নাত
হিসাবের দিন পাততে হবে না হাত।
মেশকে আম্বর যেন রোজাদারদের মুখেরই গন্ধ,
প্রভুর নিকট যাহা খুবই পছন্দ।
বিনিময়ে দিবেন প্রভু জান্নাত,
হবে তখন মহা খুশি আর পাবে আনন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট