1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

“পোড়া গন্ধ” __মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
এই বাড়িটাতে শুধু পুড়া গন্ধটাই ছিল,
সেটাও রাখতে দিল না।
ধোঁয়ার স্মৃতি মুছে দিলো বাতাস,
ভেঙে দিলো জানালার শিক।
একদিন এখানে কান্নার শব্দ ছিল,
আজ শুধু নীরবতার শাসন।
সিঁড়িগুলো বেয়ে রক্তের নহর নেমে গেছে,
নেমেছে ধানের ক্ষেত দিয়ে, নেমেছে নদীর জলে,
নদীর জল লাল, কাদামাটিতে মিশে গেছে মানুষের ছায়া।
এই বাড়ির দেয়ালে দেয়ালে আঁকা ছিল স্বপ্ন,
স্বপ্নের রঙ আজ ছাই, আজ কেবল ফাটা ইটের স্তুপ।
ঘরের কোণে পড়ে থাকা চিঠিগুলো কালো হয়ে গেছে,
কালির অক্ষর ছড়িয়ে পড়েছে বাতাসে,
বাতাস বয়ে নিয়ে গেছে না বলা শব্দ।
সিঁড়িগুলো বেয়ে নামতে নামতে
হারিয়ে গেছে পায়ের ছাপ,
ধুলোর নিচে চাপা পড়েছে ইতিহাস,
ইতিহাস মানতে চায় না কেউ,
মানতে চায় না শহরের আলো,
মানতে চায় না সকালবেলার কাক,
কাক কেবল ডাকে, তবু কিছুই জানায় না।
ধানের ক্ষেতের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে চোখ,
চোখের পাতায় জমে থাকা ঘুমদূতেরা উড়ে গেছে বহুদিন, তারা আর ফেরেনি,
ফেরার ইচ্ছেও নেই তাদের।
নদীর জলে মুখ ডুবিয়ে রেখেছে শহর,
শহর জানে না,
তার শরীরেও একদিন পোড়া গন্ধ ছিল।
এই বাড়িটাতে শুধু পোড়া গন্ধটাই ছিল,
সেটাও রাখতে দিল না।
এখন এখানে শুধু শূন্যতা,
শূন্যতার মাঝেও কিছু মানুষ আসে, কিছু মানুষ যায়,
তারা দেয়ালে হাত বুলিয়ে কিছু বোঝার চেষ্টা করে,
তারা ছাইমাখা মেঝেতে বসে কিছু খোঁজে,
তারা নদীর কাছে দাঁড়িয়ে কিছু জানতে চায়।
নদী কিছু বলে না,
নদী শুধু বহে যায়, বহে যায়, বহে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট