আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রোবাবার কলেজ মাঠে, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ শাহাজান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াস পাটওয়ারী। কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ভিয়া অব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোঃ তোফাজ্জল হোসেন ভূঁইয়া, কুমিল্লা জজকোর্ট ও ফৌজদারি কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট দেওয়ান সামছুল হক, কুমিল্লাস্থ মনোহরগঞ্জ জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ আবদুল খালেক মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মোঃ সামছুল আলম পাটোয়ারী, আবদুস সালাম এমবি, মোঃ নুরুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলার সহ সেক্রেটারী সাইফুল বারী তুহিন, আনোয়ারুল আজিম সোহাগ, গোলাম মোস্তফা সুমন, আবদুল ওয়াদুদ ও অভিভাবকসহ ছাত্রছাত্রীরা।