
তুমি আমার নব্বই দশকের ফিলিংস
ঊনবিংশ শতাব্দীর ভালোবাসা,
তুমি আমার দু’হাজার সালের প্রেরণা
প্রতিক্ষণের বেঁচে থাকার আশা।
তুমি জনম জনমের আত্মার বন্ধন
আত্মশুদ্ধির উপমা,
তুমি আছো বলেই চিহ্ন আমার
ভালোবাসায় ঘেরা প্রতিমা।
তুমি হবে স্বর্গে ওঠার সিঁড়ি
কান্না হাসির স্রোতে ভাসা এক তরী,
তোমার বিচরণে ফুল ফোটে যখন
জগত সংসারে বুদ্ধিমতী নারী।
আশির দশকের সাদা কালো জীবন
স্বচ্ছ সরল প্রিয় তমার মন,
তোমার সুঘ্রাণ ছুঁয়ে যায় আমায়
তুমি আমার গুপ্ত রাখা ধন।