1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

গল্পহীন ঢেউ –মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে
চোখের গভীরে যেন মহা সমুদ্র—
নিশ্চুপ অথচ চলমান,
যেন সেখানে অশান্ত ঢেউয়ের মাঝে
লুকিয়ে আছে একাকী কোনো নাবিকের স্বপ্ন।
রাতের তারাগুলো তার আলো ছড়ায়
তাদের ম্লান নীল রঙে;
আর সেই রঙ মিশে যায় চোখের আভায়—
মনে হয়, যেন চিরন্তন কোনো মহাকাব্যের পান্ডুলিপি।
আবার সেই চোখের তলায় লুকিয়ে থাকা ব্যথা
কখনো কি এক ঝলকে পড়া যায়?
যে ব্যথা মহাসাগরের তলদেশে
পড়ে থাকা ভাঙা নৌকার মতোন,
কিংবা হারিয়ে যাওয়া কোন নাবিকের দীর্ঘশ্বাস
যা ঢেউয়ের শব্দে মিশে যায়।
কখনো কখনো চোখের এই গভীরতায়
ঝড় আসে—
যেন দিগন্তহীন সাগরের তীরে
আছড়ে পড়ে উত্তাল ঢেউ হয়ে।
কিন্তু এই গভীরতার নিচে এক শান্ত পৃথিবী,
যেখানে ছায়া আর আলো খেলে
একসাথে।
চোখের নিচের কালো ছায়ায় লেখা থাকে
হাজারো কবিতা—
অপূর্ণ কিছু প্রেমের গল্প,
অজানা কিছু আকাঙ্ক্ষা।
সেই গভীরে বসে থাকে অদৃশ্য চাঁদ,
যা কখনো পূর্ণিমার আলো ছড়ায়,
কখনো আবার ঢাকা পড়ে
কালো মেঘে।
তবু চাঁদ টিকে থাকে,
যেমন টিকে থাকে জীবন
তার সমস্ত রক্তাক্ত স্মৃতি নিয়ে।
চোখের গভীরতা শেষ হয় না—
তুমি যতই ডুব দাও,
ততই নতুন কিছু দেখতে পাও।
সেই গভীরতায় এক জাদুময় জগত,
যেখানে সময় থেমে থাকে,
যেখানে সবকিছু ভেসে ওঠে
অতীত আর বর্তমানের মাঝে।
তবু এই চোখের গভীরে যে সমুদ্র,
তার কোনো মানচিত্র নেই।
সেখানে হারিয়ে গেলে
ফিরে আসা কঠিন—
যেমন কঠিন কোনো স্বপ্নকে সত্যি করা।
তবু সেই গভীরতায় ডুবে যেতে চায় মন,
কারণ সেখানেই লুকিয়ে আছে
জীবনের সবচেয়ে বড় রহস্য।
চোখের গভীরে যেন মহা সমুদ্র—
নিঃশব্দ অথচ অশান্ত,
যেন প্রতিটি ঢেউ গোপনে বলে যায়
একটা গল্প,
যা শুনতে চায়,
তবে বলার নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট