স্টাফ রিপোর্টার: রাষ্ট্র মেরামতের দেশ নায়েক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নুরানী মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন। এসময় তিনি বলেন -সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান,দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সারাদেশের বিএনপি ও সহযোগী সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীকে চলতে হবে। সকল প্রকার চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সর্বত্রই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অবস্থান নিতে হবে। কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি লাকসাম -মনোহরগঞ্জ বিএনপির অভিভাবক কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের নির্দেশনা হলো বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন।এসময় তিনি বলেন – বিএনপি বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক দল।আমাদের সকল কমিটিতে দলের ত্যাগী ও পরিক্ষিত নেতা-কর্মীদের অগ্রাধিকার দেওয়ায় বিষয়েও সকলকে আন্তরিক ভাবে খেয়াল রাখতে বলেন।পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সকলকে পথ চলার আহবান জানান। পরে তিনি কাতার প্রবাসী যুবদল নেতা সালেহ আহমেদ এত সুন্দর একটি সমাবেশের আয়োজন করায় জননেতা আবুল কালামের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
কর্মী সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া স্মৃতি সংসদের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক কুদ্দুস হিলালীর সভাপতিত্বে ও কাতার প্রবাসী যুবদল নেতা সালেহ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া,যুগ্ম আহবায়ক এস এম মুনসুর,মোহাম্মদ আলী চেয়ারম্যান,আব্দুল মুনাফ,উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু,সাধারণ সম্পাদক আবু তাহের বিএ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার বাহার,যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী,উপজলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন প্রমুখ। মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জুয়েল এর পরিচালনায় কর্মী সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক কালু মেম্বার,সহ-সভাপতি আব্দুল কাইয়ুম,মাহফুজুর রহমান,সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন নাছির, ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শাহ আজিজ শাহিন,উত্তর হাওলা ইউনিয়ন যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন,সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন খান,সদস্য সচিব আবদুর রহমান খোকন,ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শাহাদাত হোসেন তুষার,ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী জব্বার,বিএনপি নেতা আব্দুল বাতেন, তাজুল ইসলাম মেম্বার প্রমুখ।