এম.এ.মান্নান.মান্না: সাদমান শাহরিয়ার ধ্রুব মনোহরগঞ্জ উপজেলাধীন হাসনাবাদ ইউনিয়নের কাঁশই গ্রামের ইঞ্জিনিয়ার শাহজাহান ও হাসিনা বেগমের ৩য় সন্তান। দাদা মরহুম সুবেদার দীন মোহাম্মদ। ধ্রুব ২০২২ সালে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সেনাবাহিনীর কমিশনে নিয়োগ প্রাপ্ত হয়ে ট্রেনিং শেষে গত ৩ ডিসেম্বর তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ঢাকা ক্যান্টেনম্যান্টে যোগদান করেন। উপজেলার দিশাবন্দ গ্রামের মরহুম বগু মিয়া ব্যাপারী ধ্রুব এর নানা।