মোঃ আলমগীর হোসেনঃ
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন। তাঁর অবদান জাতি কখনো ভুলবে না। তাঁর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে অনেকে ষড়যন্ত্র হয়েছে কিন্তু রাজপথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছে বিএনপি। তিনি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান তারুণ্যের অহংকার, একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি কোন অন্যায়কে প্রশ্রয় দেন না। যারা তাঁর নাম বিক্রি করে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, নমিনেশনের বিষয়ে অপপ্রচার করছেন, তারা ঠিক করছেন না। তাদের বিষয়ে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের আউশপাড়া, কাঁঠালিয়া, নাগঝাটিয়া বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
সফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতি আজ দুই ভাগে বিভক্ত। একদিকে রয়েছে ত্যাগীদের কাফেলা, আরেকটি হলো- দুর্নীতিবাজ ও লুটেরা চক্রের অনুসারী। কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপি’র কান্ডারী সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিম একজন স্বচ্ছ রাজনীতিবিদ। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। লাকসাম-মনোহরগঞ্জের মাটি আনোয়ারুল আজিমের ঘাঁটি। তাঁর নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, সাবেক মন্ত্রী চুঙ্গা তাজুর শ্যালক মহব্বত আলী, ভাতিজা আমির আলী সহ তার সাঙ্গপাঙ্গরা লাকসাম মনোহরগঞ্জের মানুষকে জিম্মি করে রেখেছিল। মানুষের জায়গা সম্পত্তি দখল করে নিয়েছিল। আর আমাদের একজন ভাই তাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন। তিনি বিগত দিনে তাজুর কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য করেছেন। এখন তাকে রক্ষা করার জন্য তিনি রাজনীতি করেন।
উল্লেখ্য, সাবেক এমপি কর্নেল অব. এম. আনোয়ারুল আজিম অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, গুম হওয়া বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম হিরূর ছেলে রাফসানুল ইসলাম ও হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল, বিএনপি নেতা মাস্টার মোস্তফা কামাল, মনিরুজ্জামান মনির, জসিম উদ্দিন, বিশ্ব তম সাহা বিশু, শওকত আলম সেলিম, জাহিদুল ইসলাম জাহিদসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।