1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার লক্ষ্য এখনো পূরণ হয়নি -ড. সরওয়ার সিদ্দিকী তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার গণভোট বিষয়ে জনসচেতনতায় ব্যাপক প্রচারণা ইসির মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাকে না পাওয়ার আক্ষেপ –সারোয়ার মাহিন ডাকসু ভিপি সাদিক কায়েমের নের্তৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের লেখনি উম্মুক্ত – ড.সরওয়ার সিদ্দিকী হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

হয়তো আর দেখা হবে না” __ মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে
হয়তো আর দেখা হবে না এই বিশ্বের প্রলয়ের পরে,
যখন পৃথিবীর সমস্ত আয়োজন থেমে যাবে,
বাতাস আর বইবে না কোনো দিক থেকে।
সমুদ্রেরা শুকিয়ে যাবে ক্রমাগত,
আর আকাশে ঝুলবে কেবল মৃত নক্ষত্র।
তুমি হয়তো তখন একটি নিঃসঙ্গ গ্রহে বসে
তোমার হারানো দিনগুলো খুঁজে ফিরবে,
যেখানে কোনো স্মৃতি নেই,
নেই কোনো চিহ্ন, শুধু এক শূন্যতা।
তুমি হাত বাড়াবে, কিছু ধরতে চাওয়ার জন্য,
কিন্তু কিছুই থাকবে না ছোঁয়ার মতো।
আমাদের দেখা হবে না আর কোনোদিন,
সেই পথে, যেখানে কচুরিপানার ফুল ভেসে থাকে।
সেখানে কোনো পাখি উড়ে যাবে না,
কোনো শিশিরের ঝরে পড়া শব্দ শোনা যাবে না।
তুমি হয়তো তখনো
তোমার হারিয়ে যাওয়া গল্পগুলো লিখবে,
কিন্তু শব্দগুলো আর জমে উঠবে না।
এই পৃথিবী তখন কেবল মৃত্তিকার স্তূপে পড়ে রবে,
যেখানে আমরা একদিন দাঁড়িয়েছিলাম—
একটি কবিতার জন্ম দিতে।
পৃথিবী হয়তো ভুলে যাবে আমাদের মুখগুলো,
কিন্তু বাতাস বয়ে নেবে আমাদের শূন্যতা।
তুমি হয়তো তখনো তাকিয়ে থাকবে
একটি শুকনো গাছের দিকে,
যার ছায়া নেই,
শুধু এক বেদনাময় স্তব্ধতা।
আমি শুনব সেই স্তব্ধতার সুর,
যেন তা কোনো এক দীর্ঘশ্বাসের মতো।
হয়তো আর দেখা হবে না,
তুমি বলবে না কোনো কথা,
আমি শুনব না কোনো বিরহেরী কথা।
তোমার চোখের দৃষ্টি হারিয়ে যাবে,
অন্ধকার কোনো দিগন্তে,
তোমার স্মৃতি থাকবে কেবল একটি শূন্য কবিতায়।
তুমি আর আমি হারিয়ে যাব
একটি অনন্ত নৈঃশব্দ্যের ভেতরে,
যেখানে কোনোদিন সূর্য উঠবে না।
সেখানে আমরা আর কখনো হাত ধরব না,
কখনো স্পর্শ করব না একে অপরকে।
এই বিশ্বের প্রলয়ের পরে,
তুমি হয়তো কেবল একটি নাম হয়ে থাকবে,
আর আমি কেবল একটি ছায়া।
তবু কোথাও, কোনো নক্ষত্রের পেছনে,
আমাদের গল্প বেঁচে থাকবে—
অস্পষ্ট, অথচ চিরকালীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট