আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থসহ ১০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলার লাকসাম উপজেলার মোদাফফরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আনসারিয়া ফাউন্ডেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিভাগীয় সম্মেলন ‘প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার-২০২৪’ অনুষ্ঠানে এ অর্থ প্রদান করা হয়।
সম্মেলনে জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহবান জানিয়ে নেকসাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও লাকসামে অবস্থিত আনসারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ড. রশিদ আহমদ হোসাইনী প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাকাত ওয়ালফেয়ার ফাউন্ডেশন জাকাতের সুষ্ঠু ও সুষম বণ্টনের জন্য কাজ করে যাচ্ছেন।
রশিদ আহমদ হোসাইনী বলেন, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন মনে করে মুসলমানদের ইমান আকিদা রক্ষার জন্য জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া উচিত। বিত্তবানদের থেকে জাকাত সংগ্রহ করে গরিবদের মাঝের সুষ্ঠু বণ্টন নিশ্চিতকরণ একমাত্র প্রাতিষ্ঠানিকভাবেই সম্ভব।
বাংলাদেশ যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অব. অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লাকসাম পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আব্দুর রশিদ চৌধুরী, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন আরাফাত,ঢাকা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সৈয়দ সারওয়ার উদ্দিন সিদ্দিকী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল আহমেদ ছন্দু, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য শরীয়াহ কাউন্সিল মুফতি হাসান বিন সিদ্দিকসহ অনেকে।
আলোচনা শেষে লাকসাম পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১৮০ জনের মাঝে ১২টি সেলাইমেশিন, ৩৪টি ছাগল, ১২২ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও কন্যাদায়গ্রস্থ ১৭ জনকে ১০,০০০ টাকার চেক দেওয়া হয়। পরে ৬টি জেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন করা হয়। এ সময় ১০টি শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।