আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ “, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হয়েছে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ৩ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রতিবন্ধী অফিসে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উপজেলা প্রতিবন্ধী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সফিকুল ইসলাম পাঠান, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার রাশেদ মিয়াজিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তার পরিকল্পনা ও তাদেরকে আত্মকর্মসংস্থান নিয়ে কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।