
লেখাপড়ার পাশাপাশি বিনোদন,
শিক্ষার্থীদের আবেদন।
সমাপনী পরীক্ষার পূর্বে,
দর্শনীয় স্থানে ঘুরবে।
পূরণ করতে শিক্ষার্থীদের চাওয়া,
তাদের নিয়ে ঘুরতে যাওয়া।
লাগিয়ে গায়ে হাওয়া,
নরিৎপুর গ্রীনপার্কে যাওয়া।
রকমারী খেলনা আর নাগরদোলায় চড়া,
গুটিকয়েক শিক্ষার্থী ছাড়া–
বাকিদের চিৎকার আর চোখ ছানাবড়া!
বিশেষ আকর্ষণ ঝুলন্ত নৌকায় চড়া!
শান্তশিষ্ট নিরব গ্রামীণ পরিবেশ,
ছড়িয়ে আছে শান্তিসুখের আবেশ।
বেলাশেষে বাড়ি ফেরা, কাটিয়ে সুখের রেশ।
সর্বোপরি লাগলো বেশ!
তারিখ : ৩০/১১/২০২৪
সময় : রাত : ৮: ০০ ঘটিকা