1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার লক্ষ্য এখনো পূরণ হয়নি -ড. সরওয়ার সিদ্দিকী তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার গণভোট বিষয়ে জনসচেতনতায় ব্যাপক প্রচারণা ইসির মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাকে না পাওয়ার আক্ষেপ –সারোয়ার মাহিন ডাকসু ভিপি সাদিক কায়েমের নের্তৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের লেখনি উম্মুক্ত – ড.সরওয়ার সিদ্দিকী হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে লাকসামে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডক্টর একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

মোঃ হুমায়ূন কবির মানিক: সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, আমাদের সমাজে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী শব্দ দুটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আসলে আরবি ভাষায় আমাদের দুর্বলতার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। মিলাদুন্নবী মানে রাসূল সাঃ এর জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন্নবী মানে রাসুল সাঃ এর জীবন বৃত্তান্ত। আমরা যখন রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব তখন তাঁর জন্ম বৃত্তান্ত আসবেই। কারণ তাঁর জন্ম বৃত্তান্ত‌‌‌ জীবন বৃত্তান্তেরই অংশ। তবে রাসুল সাঃ এর একজন অনুসারী হিসেবে তাঁর জীবন বৃত্তান্ত আমাদের জানা আবশ্যক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী,
কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদ উল্লাহ, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ডক্টর একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী ফুল দিয়ে বরণ।

৯নং ওয়ার্ড জামায়াতে আমীর অধ্যাপক আবু জাফর মুহাম্মদ ছালেহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী আশিক বিল্লাহ মজুমদার ও ছাত্রনেতা আরাফাত মজুমদারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন, ঢাকার হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ডের চেয়ারম্যান, গাজী আনাস রাওশান। এছাড়াও ঢাকার হ্যাভেন টিউন শিল্পিগোষ্ঠী ও লাকসামের সাহারা সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট