1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

মনোহরগঞ্জে বিপুলাসার ফাযিল মাদরাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা-শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল অর্জনের লক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিপুলাসার ফাযিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে বুধবার মাদরাসা মিলনায়তনে এক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এনায়েতুল্লাহ। বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আবদুস জাহের, বিপুলাসার ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ হোসেন, নাথেরপেটুয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার রুহুল আমিন, বিপুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর আমির মুহা. জাকারিয়া ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, মাদরাসার পরিচালনা পর্ষদের সদস্য সোলাইমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি মোস্তফা কামাল মেম্বার, মাদরাসার সাবেক ছাত্র মুহা. হুমায়ুন কবীর জামান, মাস্টার ফজলে আজিম ফরহাদ, মোঃ আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক মোঃ জহির উদ্দিন প্রমুখ।

মাদরাসা সহকারী অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুহা. মাজহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক, সুধী ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন,  শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। সুষ্ঠু শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। শিক্ষকদের শ্রেণিকক্ষে আন্তরিকতা ও যত্মসহকারে পাঠদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিভাবকদের শিক্ষকদের প্রতি বিশ্বাস রাখতে হবে। শিক্ষার্থীরা কখন কি করে, কোথায় যায়, এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে এবং তারা যেন মোবাইল আসক্ত হয়ে না পড়ে, সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। সিলেবাস ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ শিক্ষা, নৈতিক শিক্ষা, বিনয় ও ন্যায়ের পথে পরিচালিত করার দীক্ষা অবশ্যই আমাদের শিক্ষকদের দিতে হবে। সর্বোপরি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযুগী করে গড়ে তুলতে পারলেই পরীক্ষায় ভালো ফলাফল ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব বলে আশা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট