একজন ভালো পথিক –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
প্রকাশিত:
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
-
৩৪
বার পড়া হয়েছে

জন্ম মৃত্যুর মাঝখানেতে
পায়চারিতে সবে,
সৎ চরিত্রের গুণটা পেলে
সার্থক জন্ম ভবে।
সৎ চরিত্রের চরিত্রবান
হলে অহং করো,
অহংবোধের সেই সম্মানে
তবে জীবন গড়ো।
সম্মান পাবে এই ধরাতে
চরিত্রবান হলে,
গড়তে পারো সুন্দর জীবন
যেন তাহর ফলে।
সৎ চরিত্রে গুণটা থাকলে
তবে সম্মান পাবে,
লোভ শোষণে ধ্বংস আনে
জীবন বৃথা যাবে।
চরিত্রবান জীবন যদি
গড়তে নাহি পারো.
অভিশপ্তের জীবন নিয়ে
এই বসুধা ছাড়ো।
অভিশপ্তের জীবন তবেই
সার্থক জন্ম নয়,
চরিত্রবান মানুষ মাত্রই
করলো ধরা জয়।
ভালো পথিক ভালো মানুষ
বলে সকল জনে,
সার্থক জন্ম এই বসুধায়
বলো নিজের সনে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন