1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

বিষন্নতায় এই রাত –শেফালী হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে
বিষন্নতার এই রাতে ঘুম আসেনা চোখের কোনে
কেনো জানি মাঝেমধ্যে মনটা উতালা হয়ে উঠে
ঝরা পাতার মতোই অঝোরে ঝরছে হৃদয়,
তুমি পাশে নেই বলে এই মন বিষন্নতায় হারিয়েছে সেই সতেজ অনুভূতি।
রাত্রির শেষ প্রহরে শহরের নিভু নিভু আলো
আপন অস্তিত্বে খুঁজে পাই না তোমায়,
মন ভালো নেই, বার বার মনে হয়
তুমি পাশে নেই আমার,
ভাবি ধুর ছাই
কেনো কাটেনা রাতের আধার।
শেষ রাতে একা নিঃসংগ প্রহর জেগে
আচ্ছন্ন হয়ে ডুবে যাই নিজের অজান্তে।
অবুঝ হৃদয় আকুল হয়ে তোমায় খুঁজে একাকিত্বে,
বুকের মোধ্যে তোমার স্মৃতি গুলো কাড়া নাড়ে,
আমার প্রতিটি নিঃশ্বাসে খুঁজে পাই তোমার সু ঘ্রাণ।
জানি তুমি ও ভালো নেই আমাকে একা রেখে
ভিশন কষ্টে আছো আমাকে না দেখে।
আমি চোখবুঁজে দেখতে পাই
তোমার ছোঁয়ায় হাজার ফুল ফোটে
চাঁদ তার জোছনা হারায় কালো মেঘের আধারে।
তাই শিল্পী আজম খানের সেই গানটি আজ ও মনে পরে
সারারাত জেগে জেগে কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।
২:০৫মিঃ
ঢাকা বনশ্রী থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট