কেনো জানি মাঝেমধ্যে মনটা উতালা হয়ে উঠে
ঝরা পাতার মতোই অঝোরে ঝরছে হৃদয়,
তুমি পাশে নেই বলে এই মন বিষন্নতায় হারিয়েছে সেই সতেজ অনুভূতি।
রাত্রির শেষ প্রহরে শহরের নিভু নিভু আলো
আপন অস্তিত্বে খুঁজে পাই না তোমায়,
মন ভালো নেই, বার বার মনে হয়
তুমি পাশে নেই আমার,
ভাবি ধুর ছাই
কেনো কাটেনা রাতের আধার।
শেষ রাতে একা নিঃসংগ প্রহর জেগে
আচ্ছন্ন হয়ে ডুবে যাই নিজের অজান্তে।
অবুঝ হৃদয় আকুল হয়ে তোমায় খুঁজে একাকিত্বে,
বুকের মোধ্যে তোমার স্মৃতি গুলো কাড়া নাড়ে,
আমার প্রতিটি নিঃশ্বাসে খুঁজে পাই তোমার সু ঘ্রাণ।
জানি তুমি ও ভালো নেই আমাকে একা রেখে
ভিশন কষ্টে আছো আমাকে না দেখে।
আমি চোখবুঁজে দেখতে পাই
তোমার ছোঁয়ায় হাজার ফুল ফোটে
চাঁদ তার জোছনা হারায় কালো মেঘের আধারে।
তাই শিল্পী আজম খানের সেই গানটি আজ ও মনে পরে
সারারাত জেগে জেগে কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।